বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জিসান বাবু (১৩) নামে এক স্কুলছাত্র হত্যার শিকার হয়েছেন। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানাড়া গ্রামের মহিষার বিল থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। এ ঘটনায় জিসানের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন সংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজ করার এক পর্যায় বিলের মাঠে জিসানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।