বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে জেলা প্রশাসকের বাংলো সড়কের ফলক উন্মোচন ও সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস শহরের ভিআইপি মোড়ে এই ফলক উন্মোচন ও সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, আ,লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, পৌর কাউন্সিলর তানিয়া বেগম, আসমা আজাদ, পৌরসভার সচিব মোহাম্মাদ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, ইঞ্জনিয়ার রায়হান হোসাইনসহ পৌর এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ জানান, শহরের ভিআইপি মোড় থেকে মিটাপুকুর পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। সরকারি অর্থায়নে ও পৌরসভার বাস্তবায়নে এই সংস্কার কাজে ব্যয় হবে সাড়ে পাঁচ কোটি টাকা। ২৪ মাসে এ কাজ সমাপ্ত হবে।