বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা হয়। পরে তারা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে। বিকালে কেক কেটে দলের নেতাকর্মীদের মাঝে বিতরণ ও বর্ণিল আতশ বাজি প্রদর্শন করা হয়।বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন, তালুকদার ফারুক,জেলা যুবলীগের সদস্য মীর জায়েসী আশরাফী জেমস, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলিসহ দলীয় নেতা কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের নেতৃত্ব দেন। এছাড়া জেলার ূসকল উপজেলায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।