• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

১২.১ ওভারের মধ্যে বাংলাদেশকে জিততে হবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
ছবি :সংগৃহীত

টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ১২.১ ওভারে আফগানিস্তানকে টপকাতে হবে। সেন্ট ভিনসেণ্টে আজ মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ তবে বাংলাদেশের বোলারদের চাপের মুখে খুব বেশিদূর দৌড়াতে পারেনি রশিদ খানের দল। ৫ উইকেটে ১১৫ রান তুলে শেষ হয় তাদের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের ১১৬ রান প্রয়োজন।

এদিকে আফগানিস্তানের ইনিংস শেষ হতেই বৃষ্টি নেমেছে স্টেডিয়ামে। বৃষ্টি হতে থাকলে হিসাব বদলে যাবে। ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে বাংলাদেশের কপাল পুড়বে। আফগানিস্তানের লাভ হবে।

আর বৃষ্টির কারণে খেলা ২০ ওভার থেকে কমে ১৫ ওভার হলে বাংলাদেশের জন্য টার্গেট হবে ৭.২ ওভারে ৯৪ রান।

বিশ্বকাপে বেশ ভয়ংকর হয়ে উঠেছিল আফগানিস্তানের উদ্বোধনী জুটি। রাহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান; দু’জনেই সেরা রান সংগ্রাহকের তালিকায় সেরাদের মাঝে৷ বলা যায় এই আফগানদের টানেন এই দু’জনে মিলেই।

ফলে এই জুটিটা ভেঙে দেয়া খুব করে প্রয়োজন ছিল। ৪.৩ ওভারে সাকিব আল হাসানে সুযোগ তৈরী করলেও তা কাজে লাগাতে পারেনি। ইবরাহীমের ক্যাচ ছাড়েন হৃদয়। ফলে টসে জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা পেয়ে যায় ভালো শুরু।

অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে আসে প্রথম উইকেট। জমে উঠা আফগানদের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। ১০. ৪ ওভারে তানজিমের ক্যাচ বানিয়ে ফেরান ইবরাহিমকে। ২৯ বলে ১৮ করে আউট হন এই ব্যাটার।

ইবরাহিম আউট হতেই চাপ আরো বাড়ে আফগানদের। পরের ১৮ বলে আসে মাত্র ৪ রান! সেই চাপ ধরে রেখে দ্রুত আরো কয়েকটা উইকেট তুলে নেয় টাইগাররা। মোস্তাফিজ এই ফাঁকে ফেরান আজমতুল্লাহ ওমরজাইকে। ১২ বলেন ১০ রান আসে তার ব্যাটে।

পরের ওভারে আবারো দৃশ্যপটে রিশাদ। ১৬.১ ওভারে থিতু হয়ে যাওয়া গুরবাজকে ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান তিনি। ৫৫ বলে ৪৩ রানে আউট হন গুরবাজ।এক বল পর গুলবাদিন নাইবকেও (৪) ফেরান এই লেগ স্পিনার। পরের ওভারে তাসকিনের শিকার হ মোহাম্মদ নাবি (১)।

শেষ দিলে রাশিদ খানের ১০ বলে ১৯* রানের ঝড়ে ১১৫ পর্যন্ত পৌঁছাত আফগানিস্তান। ৩ উইকেট নেন রিশাদ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ