এস. কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি॥
সাতক্ষীরার কাঁকডাঙা ভারতের পশ্চিম বঙ্গের বসির হাট এলাকায় জন্ম ইয়ার আলী মেম্বরের। সেখান থেকে বাংলাদেশে এসে সাতক্ষীরা জেলার কাঁকডাঙা সিমান্তে বসবাস শুরু করেন । তার কর্ম জীবন শুরু হয় গ্যাড়াখালি মোড়ে সাইকেল মিস্ত্রী দিয়ে, তারপর থেকে শুরু হয় ভারতীয় মালামাল পারাপারের মুটে এবং অবৈধ্য ভাবে ভারতে ধুড় পাচারের অন্যতম দালাল। এভাবেই শুরু হয় তার জীবনের পথ চলার নতুন মাত্রা,তার পর থেকে ঘাট মালিক এবং মাদক ও স্বর্ণ পাচার চোরাচালানের অবৈধ্য মাদক সিন্টিগেটের অন্যতম গড-ফাদার হটাৎ করেই কয়েক বছর যেতে না যেতেই,আঙ্গুল ফুলে কলাগাছ, গ্যাড়াখালি মোড়ে রাস্তার পাশে গোড়ে তুলেছেন দুই দুই টি আলিশান বাড়ি। এছাড়া ট্রানেসপোর্ট ব্যাবসা সহ রয়েছে তার একাধিক চোরাকারবারি ব্যাবসা শুধু এখানেই শেষ নয় এখান থেকে আনুমানিক ৭/৮ বছর আগে তার ব্যাবসার অন্যতম দুই পার্টনারকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে এ ব্যাপারে সাতক্ষীরা কলারোয়া থানায় ইয়ার আলী মেম্বর ও তার পুত্র সাহাঙ্গীরের নামে জোড়া মাডার হত্যা মামলা রেকর্ড হয়, কিন্তু পুলিশ তাদের কে গ্রেপ্তার করেনি তৎকালিন সময় টাকা পয়সা দিয়ে প্রভাব খাটিয়ে উচ্চ আদালত থেকে জামিনে আছে,বর্তমানে ঐ মামলার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন তৎকালিন সময়ে মামলা তদন্ত কারী কে ছিলেন আমি বলতে পারব না এবং ঐ মামলা বর্তমানে কোন অবস্থায় আছে সেটাও আমার জানা নেই,আমি এই থানায় নতুন যোগদান করেছি, ইয়ার আলী মেম্বরের হত্যা সহ মাদক চোরাচালানির অভিযোগ সম্পর্কে মোবাইল ফোনে তার কাছে যানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার মদদে ইয়ার আলী মেম্বর ও তার অন্যতম সহ যোগী কাঁকডাঙা এলাকার জনাব বিশ্বেসের পুত্র আজহারুল ইসলাম কাঁকডাঙা সিমান্ত তারা নিয়োন্ত্রন করছে। এছাড়া রয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েক দিন আগে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ। কে এই ইয়ার আলী মেম্বর ? এবং তার অল্প সময়ে কোটিপতি হওয়ার চাঞ্চাল্যকার তথ্য নিয়ে আসছি আগামী পর্বে চোখ রাখুন সংবাদ সংযোগের পাতায়।