• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের বিচার হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধি॥
মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযুক্ত টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। মঙ্গলবার দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পর হরকলি হাইস্কুল মাঠে পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায়  উপরোক্ত কথাগুলো বলেন তিনি। তিনি আরও বলেন, ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন,রংপুরের মানুষ শান্তি প্রিয়। এই শান্তিপ্রিয় মানুষগুলোর মাঝে যেন কেউই অশান্তি সৃষ্টি করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আপনারা কোনও ভাবেই ভয়-ভীতি করবেন না। যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করেন। তারা ধীরে ধীরে নিজেরাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এ দেশ এখন এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়াকে  নস্যাৎ করতে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করে জানিয়ে দিতে হবে আমারা বাংলাদেশী। এ দেশ আমার জন্মভূমি। এসময়  উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সী এমপি, পুলিশের আইজিপি শহিদুল ইসলাম প্রমূখ।
এদিকে ফেসবুকে নবী(স.)-কে কটুক্তির অভিযোগে অভিযুক্ত টিটু রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে রংপুর পুলিশ টিটু রায়কে গ্রেফতার করে। স্থানীয়রা জানায়, টিটু রায় সোমবার সন্ধ্যায় নীলফামারী জেলার জল ঢাকা উপজেলার ওই  গ্রামের আতœীয় শ্রী বৈকান্ত রায়ে ছেলে কৈলাশ রায়ের বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর পুলিশের একটি দল টিটু রায়কে গ্রেফতার করে। উল্লেখ, টিটু রায়ের ফেসবুকের আইডি হতে ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার জুম্মার নামাজের পর রংপুরের হরকলি ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এতে করে আট হিন্দু পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উগ্রবাদীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ