রংপুর প্রতিনিধি॥
সকল গর্ভোধারণ হোক পরিকল্পিত”এই স্লোগান সামনে রেখে রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস- ২০১৭ পালিত হয়। গতকাল রংপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নগরীতে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পদযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর রাধাবল্লভ কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় রংপুর ডায়াবেটিস সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডঃ মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ লাইক আহমেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল সহ অন্যান্য ডাক্তার ও ডায়াবেটিস সমিতির সদস্যবৃন্দ। আলোচনা শেষে রংপুরের ডায়াবেটিস ডাক্তার সামিউল ইসলাম গত অক্টোবর মাসে দিনাজপুরের কাহারুলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।