• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

সিলেটে ট্রাক চাপায় নিহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সিলেটে ট্রাক চাপায় ব্যাটারি চালিত রিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টায় সিলেট-এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী অজ্ঞাত (৩০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রিকশা চালক আহত হয়েছেন।

খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, পাথর বোঝাই ট্রাকটি বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশার আরোহী মারা যান। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ