রংপুর অফিস॥
রংপুরে মহানবী হযরত মুহাম্মদ (দ.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ধর্ম অবমাননাকর ছবি পোস্ট প্রদানকারী টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক দিবাংশু সরকার এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবুল ইসলাম দুপুরে টিটু রায়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। টিটু রায়কে আদালতে আনা উপলক্ষে কড়া নিরাপত্বার ব্যবস্থা করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল নীলফামারীর জলঢাকার গোলনা ইউনিয়নের চিরাভাজি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে টিটু রায়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে গঙ্গাচড়া থানায় গত ৬ নভেম্বর আইসিটি আইনে মামলা হয়। মঙ্গলবার মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। উল্লেখ্য,মহানবী হযরত মুহাম্মদ (দ.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এ নিয়ে গত শুক্রবার হরকলি ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নি সংযোগ এবং ভাঙচুরসহ লুটপাট করা হয়।