সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে রাজধানী শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা এক দফা দাবি আদায়ের স্লোগানের পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে শান্তিনগর চৌরাস্তায় দেখা যায়, শিক্ষার্থীরা চার পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে। সেখানে অনেককেই লাঠি-সোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়।
সাম্প্রতিক কোটা আন্দোলনে হতাহতের জন্য শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করা হয়। পাশাপাশি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।
এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও।