• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ভোলার দুই শ’ বছরের পুরানো বাংলাস্কুল পুকুর দখল হয়ে যাচ্ছে

আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

মোকাম্মেল হোসেন জোনায়েদ ভোলা॥
দখল হয়ে যাচ্ছে ভোলার দুই শ’ বছরের পুরনো শ্যামাচরণ মুখপাধ্যায়ের পুকুর (বাংলাস্কুল পুকুর)। স্থানীয় প্রভাবশালী মহল ঐতিহ্যবাহী এই পুকুরপাড়ের চারিদিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘর নির্মাণ করেছে। ওই ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরের বর্জ্য ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলেছে। শ্যামাচরণ মুখপাধ্যায়ের সরকারি পুকুরটি অবৈধ ভাবে পুকুরটি ভরাট করার অভিযোগে প্রশাসন দুই ব্যক্তিকে আটক করেছে। ভোলা শহরের প্রানকেন্দ্র বাংলাস্কুলের সামনে অবস্থিত। শ্যামাচরণ মুখপাধ্যায়ের পুকুর (বাংলাস্কুল পুকুর) পাড়ে শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ২-৩ জন ব্যক্তি পুকুরের একপাড়ে বাঁধায় করা ঘাটলায় গোসল করছেন। অন্য তিন পাড়ের চারিদিক নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। এ সময় ঘাটলায় কথা হয় গোসল করতে আসা এক সরকারি কমচারি ইউনুছের সঙ্গে। তার বাড়ি লালমোহন উপজেলায়। তিনি জেলা খাদ্য অফিসে মাষ্টার রোলে ঝাড়–দারের কাজ করেন। ইউনুছ বলেন আমি প্রায় দুই বছর ধরে এই পুকুরে গোসল করি। পুকুরের চারিদিক থেকে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে পুকুরের পরিবেশ নষ্ট করা হয়েছে। এতে করে পুকুরের পানিতে দুর্গদ্ধ ছড়াচ্ছে। তিনি আরো বলেন কাছাকাছি কোন পুুকুর নেই। তাই বাধ্য হয়ে ময়লা আবর্জনা পুকুরে গোসল করতে হচ্ছে। কেউ কোন ডাক দোহাই দেয় না। যে যার মত করে এই পুকুরে ময়লা আবজর্না ফেলে পানি দূষিত করছে। আমরা সরকারি চাকুরী করি, আমরা আর করমু। গোসল করতে আসা অপর এক ব্যক্তি স্থানীয় আঃ হালিম জানান, ক্ষমতাশালী ব্যক্তিরা এই ধরনের কর্মকান্ডে জড়িত থাকায় আমরা কিছু করতে পারছি না। গোসল করতে আসা অপর এক ব্যবসায়ী মামুন জানান, তার বাড়ী লক্ষীপুরে, তিনি ভোলার নতুন বাজারে পোল্ট্রি ব্যবসা করে। এই পুকুরে গোসল করেন প্রায় ৬ বছর ধরে। মামুন আশংখা করেছে যে ভাবে পুকুরে চারদিক থেকে ব্যবসায়ী দোকান ক্লিনিক ও বাড়ি ঘর ময়লা আবর্জনা ফেলা হচ্ছে তাতে করে যে কোন সময় ঐতিহ্যবাহী  পুকুরটি ভরাট হয়ে যেতে পারে। সরকারি এই পুকুরটি ভরাট হয়ে গেলে তাদের গোসল করতে ও বিভিন্ন কাজ করতে মারাত্মক কষ্ট অসুবিধা হবে। তিনি আরো বলেন প্রতিদিন শতাধিক মানুষ এই পুকুরে গোসল করছেন। এছাড়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আশেপাশের গৃহিনীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই পুকুরে পানি ব্যবহার করেছেন। এব্যাপারে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি ও দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন প্রায় দুই শ’ বছরের পুরনো শ্যামাচরণ মুখপাধ্যায়ের সরকারি পুকুরের চারিদিকে প্রভাবশালী ব্যক্তিরা ব্যবসায়ী দোকান ও ঘর বাড়ী নির্মাণ করে দখল করে ফেলছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এব্যাপারে ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি রুহুল আমিন, শনিবার বিকেলে বলেন সরকারি এই পুকুরটি ভরাট করার খবর পেয়ে আমরা পুকুর পারে অভিযান চালিয়ে আল-আমিন ও সাইফুল নামের দুই ব্যক্তি আটক করে ভোলা সদর থানায় সোপর্দ করি। তারা আওয়ামীলীগ এক নেতার মালিকানাধীন একটি ক্লিনিকের নির্মাণ শ্রমিক বলে জানান এসিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ