• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন॥প্রশাসন নিরব

আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা ও আদ্রায় ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রভাবশালী ভূমিদস্যুরা বালু বিক্রি করে অর্থ হাতিয়ে নিলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ ওঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চর নান্দিনা গ্রামের নান্দিনা-মাদারগঞ্জ বেরিবাঁধ সংলগ্ন ঝিনাই নদীতে ড্রেজার মেশিন বসানো হয়েছে। টানা একমাস ধরে বালু উত্তোলন করায় বিশাল অংশ জুড়ে নদীর পাড় ধসে গেছে। ফাটল ধরেছে আরো অনেক অংশে। এতে হুমকির মুখে পড়েছে ওই বেরিবাঁধটি।
চর নান্দিনা গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে জয়নাল আবেদীন জানান, ‘আজিবর সরকারের ছেলে নুরুল ইসলাম, শাহজাহান ও তজি মন্ডলের ছেলে আঃ কাদের মাস্টার যৌথভাবে নদীতে ড্রেজার মেশিন স্থাপন করে বালু বিক্রি করছে। এলাকাবাসী তাদের বাঁধা দিলেও মানছে না। এতে ফসলী জমি নদী গর্র্ভে চলে যাচ্ছে।’
স্থানীয়রা অভিযোগ করেন, ভূমিদস্যুরা একমাসে প্রায় অর্ধশত ব্যক্তির কাছে বালু বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর পাড়, বেরিবাঁধ ও ফসলী জমি। এদিকে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ভূমিদস্যুদের হামলায় নীরিহ এলাকাবাসী আহত হয়। এদিকে ওই ইউনিয়নের চর আদ্রা এলাকার নদী থেকেও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন জনতা ব্যাংক সরিষাবাড়ী শাখার কর্মকর্তা (ক্যাশ) আব্দুল গণি। ওই দুই স্থানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও প্রশাসন নির্বিকার। এ ব্যাপারে ইউএনও সাইয়েদ এজেড মোরশেদ আলী বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে বন্ধ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ