• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবীতে রংপুর বিউবো ঘেড়াও

আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধি॥
বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ রংপুর অঞ্চলের  নেসকো লি:’র ঠিকাদারী প্রতিষ্ঠান এফ আর অরবিট এন্ড টিবিবিএস মিটার রিডিং ও বিলিং প্রজেক্টের কর্মকর্তা- কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে বুধবার দুপুরে বিউবোর প্রধান প্রকৌশলীর কার্যালয় ঘেড়াও, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় বক্তব্য দেন এফ আর অরবিট এন্ড টিবিবিএস মিটার রিডিং ও বিলিং প্রজেক্ট অফিস ম্যানেজমেন্ট কর্মকর্তা পাভেল রহমান অনিক, রাফিউর রহমান রনি,  মোছাদ্দেক হোসেন বাপ্পী,সুপারভাইজার রুহুল আমিন ও তানজির রহমান সৌরভ প্রমূখ। বক্তারা বলেন, ২০১৬ সালের অক্টোবর থেকে সু নামের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে আসলেও  পেমেন্ট প্রদানে গড়িমসি করছে বিউবো কর্তৃপক্ষ। গত চার মাস যাবৎ পেমেন্ট না দেওয়ায় প্রায় ৫০ লাখ টাকা বকেয়া জমেছে। এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠান গত দুই মাস ধরে বেতন দিচ্ছেনা। ফলে, মানবেতর জীবন যাপন করছে ওই প্রতিষ্ঠানের ১২০ জন কর্মকর্তা- কর্মচারী। এবিষয়ে প্রজেক্ট ম্যানেজার সুজন আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগে সিষ্টেমলস ছিল । এখন তা নিরসন হয়ে পর্যায়ক্রমে ১এ১২,২ এ ৭ ও ৩ এ ৫ শতাংশে নেমেছে। এবিষয়ে প্রধান প্রকৌশলী, দপ্তর, বিতরণ জোন,বিউবো রংপুরের প্রকৌশলী  মো. শাহাদৎ হোসেন সরকার বলেন, যারা আন্দোলনে নেমেছে তাদেও সাথে বিউবোর কোনও আর্থিক সম্পর্ক নেই। ঠিকাদারী প্রতিষ্ঠানের গ্রুপিংএর কারণে এ জঠিলতা দেখা দিয়েছে। গ্রুপিং দুর হলেই চলমান জঠিলতার নিরসন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ