ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সততা স্টোরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপ-পরিচালক মো. ফজলুল হক, বিদ্যালয়ের সভাপতি সামসুল বারী সানু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন, বিদ্যালয়ের শিক্ষার্থী উপমা দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করে।
সদর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় সততা স্টোর পরিচালিত হবে। সততা স্টোর থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পন্য ক্রয় করে স্টোরে থাকা ক্যাশ বক্সে টাকা রেখে দিবে। সততা স্টোরে কোন বিক্রেতা থাকবেনা।