উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নজরুল ইসলাম ভুট্ট বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…………… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ বহু আতœীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ২ টায় বেতকান্দি হাফিজিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে তাকে বেতকান্দি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ শেখ শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।