• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামে এক নারী।

তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে ওই পাঁচ সন্তানের জন্ম হয়। প্রসবব্যথা উঠলে দুপুর ১২টার দিকে মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।

এ সময় জরুরি বিভাগ থেকে তাকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। এরপর জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তার পাঁচ সন্তানের জন্ম হয়। আর সবাই ছেলেসন্তান। তাদের সবার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। পারিবারিক সূত্রে জানা যায়, মেরিনার স্বামী আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। তাকে ফোনকলে এ খবর জানানো হয়েছে। এর আগেও মেরিনা দুই কন্যাসন্তান জন্ম দেন।

নয়ন বাবু নামে মেরিনার এক স্বজন জানান, পাঁচ নবজাতকের মধ্যে দুটির ওজন এক কেজি ২০০ গ্রাম করে। অন্য দুটির এক কেজি ৩০০ গ্রাম এবং একটির ওজন এক কেজি।

গর্ভে দুই সন্তান থাকলেই অনেক ক্ষেত্রে প্রসূতির সমস্যা হতে পারে। এক্ষেত্রে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি মেরিনার। পাঁচ সন্তানের জন্মে পরিবারের সদস্যরা বেশ খুশি।

মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রামেক হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা নবজাতকদের দেখতে ভিড় করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওই মা ও তার পাঁচ নবজাতক এখনো সুস্থ। তবে তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ