ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বন্ধ হলো ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে।
জানা যায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জবা রাণীর বাল্য বিয়ের প্রস্তুতিকালে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করে, সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভ‘কে অবগত করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে কনের বাবা নিরঞ্জন দাস ও বিয়ের পুরোহিতকে আটক করে নিয়ে আসেন।