• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

আসাদুজ্জামান নূরের নিঃশর্ত মুক্তির দাবি করে ১১ সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয় ও আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ সদস্য আসাদুজ্জামান নূরকে মিরপুরের একটি হত্যা মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তার করায় দেশের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন। এক বিবৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের ১১টা মোর্চা এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানায়।

সেই সাথে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য দাবি জানায়। বিবৃতিদাতা সংগঠন সমূহ হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ