• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

দর্শকদের রোষানলে অনন্য মামুন, শাকিব বললেন ঠিকই আছে”

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

ঢালিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা মেগাস্টার শাকিব খান। ঢালিউডে এই মেগাস্টার অভিনয় দক্ষতায় নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জনপ্রিয় এই চিত্রনায়ককে নিয়ে ‘দরদ’ সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই একটু অন্যরকম উচ্ছ্বাস,উন্মাদনা থাকে। সেই উন্মাদনার পারদে আরও ঘি ঢেলেছিলেন নির্মাতা অনন্য মামুন।

সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে নিজের নানা রকম পরিকল্পনার কথা জানান এই নির্মাতা। তবে বাস্তবতা আর আকাঙ্খায় দেখা গিয়েছে ব্যাপক গোঁজামিল। নিজের পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা। ফলে শাকিব ভক্ত ও দর্শকদের রোষানলে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুনেছেন শাকিব ভক্তদের গালিও।

বিষয়টি গিয়েছে মেগাস্টার শাকিব খানের কান পর্যন্ত। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে শাকিব বলেন, ‘মালেশিয়াসহ অন্যদেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।’ হাসতে হাসতে শাকিবের এমন মন্তব্যে বেশ লজ্জ্বায় পরেছে নির্মাতা মামুন। কেননা ওই সময় সে শাকিবের পাশেই ছিল। সোমবার (১১নভেম্বর) প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার ট্রেলার ও গান। সিনেমা মুক্তির মাত্র ৩ দিন আগে ট্রেইলার ও গান মুক্তি দেওয়ায় আবারও বেশ সমালোচনায় পরেছে অনন্য মামুন।

উল্লেখ্য, ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। মহাসমারোহে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার বেশকিছু নামি-দামি শিল্পী ও পরিচালকেরা।

কলকাতার অভিনেতাদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অর্ণিবান, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। তবে এতো তারকাদের মাঝে বিশেষভাবে নজর কেড়েছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমা নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

কথা প্রসঙ্গে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ