প্রায় পাঁচ বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শিমের আবাদ করেছেন আব্দুল সামাদ,জমি প্রস্তুত থেকে বাজারে তোলা পর্যন্ত খরচ হবে দেড় লাখ টাকা। বাজারদর ভালো পেলে সকল খরচ বাদে লাভ হবে দুই থেকে আড়াই লাখ টাকা আশা এই শিম চাষির।
অতি বৃষ্টির কারণে চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি আবাদে বেশ বেগ পোহাতে হয়েছে অধিকাংশ চাষিকেই। তবে উঁচু জমি থাকায় বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়াতে শিমের আবাদে আশানুরূপ ফলন হয়েছে। বর্তমান বাজারে শিমের বাজারদর ভালো হওয়ায় সকল লোকসান পুষিয়ে নিতে পারবে বলে উচ্ছ্বাসিত চাষিরা।
সরেজমিনে দেখা যায়, চলতি বছরের অক্টোবর মাসের অতি বৃষ্টির কারণে সবজি চাষের বেশ ক্ষয় ক্ষতি হয়েছে। তবে উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি শিমের আবাদ করেছেন অনেক চাষি। জেলার সাতটির মধ্যে বিষমুক্ত সবজি আবাদে মানিকগঞ্জ সদর,সাটুরিয়া ও সিংগাইর এই তিনটি উপজেলা খ্যাতি অর্জন করেছে। ওই সকল চাষের জমিতে এখন শিমের ফুলে আছন্ন হয়ে গেছে, শিম ধরতে শুরু করেছে। অনেক জমিতে আবার শিম পরিপক্ব হয়ে যাওয়ায় তা এখন বাজারে উঠতে শুরু করেছে। বর্তমান বাজার মূল্য ভালো হওয়ায় চাষীরা তাদের লোকসান পুষিয়ে নিতে পারবে এমনটাই আশাবাদী চাষিরা।