লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন আর্ন্তজাতিক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়। পৌর শিশু পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর মিলনায়তনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ইউএনও মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম.এ আউয়াল,উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন,পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী,সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,বাজার কমিটির সভাপতি হাজ্বী মোঃ আককর হোসেন,ওসি মোঃ তোতা মিয়া,মুক্তিযোদ্ধা আবুল বাসার প্রমুখ।