• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল/প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের ছায়ালিপি (নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’) সহ নির্দেশক্রমে পাঠানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ