• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:

আগামী কোরবানিতে ‘তুফান’২ আসার কোনো সুযোগ নেই।: শাকিব খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

‘তুফান’ দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালিয়েছেন শাকিব খান। সেসময় জানানো হয়েছিল ‘তুফান-২’ লোডিং। তারপর থেকেই শাকিবিয়ানরা মুখিয়ে আছেন ছবিটির সিক্যুয়েলের জন্য। এদিকে গতকাল বুধবার ছবিটির নির্মাতা রায়হান রাফীও জানান, আগামী কোরবানি ঈদে ‘তুফান’আসছে।

ছবির দ্বিতীয় কিস্তি আসছে ভেবে আনন্দে উদ্বাহু নৃত্য শুরু করেন ভক্তরা। কিন্তু তাতে লাগাম টানলেন খোদ কিং খান। জানালেন আগামী কোরবানিতে ‘তুফান’২ আসার কোনো সুযোগ নেই।
সংবাদমাধ্যমকে শাকিব জানান, আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান ২ হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। তিনি বলেন, ‘প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।

এতে দ্বিধায় পড়েন অনুরাগীরা। পরিচালক ও নায়কের কথার গড়মিল ধুকপুকানি বাড়িয়ে দেয় তাদের। বিষয়টিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে রাফী বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।’
গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে রাফী লিখেছিলেন, ‘‘আসছে রোজা ঈদ ‘লায়নের সাথে আর কোরবানি ঈদ ‘তুফানে’র সাথে দেখা হচ্ছে। রেডি…’’

‘তুফান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আইয়ের একটি সূত্রে জানা যায়, তুফান-২র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। তবে সেটা কবে তা তারা নিশ্চিত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ