• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধের আল্টিমেটাম মাহমুদুর রহমানের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে সাত দিনের মধ্যে নিষিদ্ধ করার দাবি করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে।

‘গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশ হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।

তিনি বলেন, ‘আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ