• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ইসরাইলের রাজধানী তেলআবিবে হিজবুল্লাহর ড্রোন হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন তেলআবিবে আঘাত হেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে।

এদিকে ইসরাইলি এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন তেলআবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে।
এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন তেলআবিবের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলআবিবের হার্জলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের দখলকৃত এলাকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে ১০০টি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে ছোড়া হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনাও ঘটেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ