• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

রসিক নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন মেয়র প্রার্থীরা

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের  ২১ ডিসেম্বর । প্রার্থীরা ভোটের হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। তারা দলীয় ও ব্যক্তিগত সমর্থক ছাড়াও যেসব দলের প্রার্থী নেই তাদের ভোট টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে ২০ দলীয় জোটের শরিকরা যোগাযোগ রক্ষা করে চলেছেন বিএনপি প্রার্থীর সঙ্গে। শুধু প্রার্থী নন, বিএনপি নেতারাও জামায়াতের ভোট তাদের পক্ষে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে জামায়াত-বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে । জামায়াত নেতারাও বলেছেন, তাদের ভোট বিএনপি প্রার্থী পাবেন। তারা গোপনে ওই প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।
জামায়াত নেতারাও বলেছেন বিএনপি আমাদের শরিক দল। স্বতন্ত্র হিসেবেও আমরা মেয়র পদে কোনো প্রার্থী দিইনি। আমাদের ভোট রয়েছে ৪০-৫০ হাজার। এ ভোট বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলাই পাবেন। এরই মধ্যে বাবলা এবং বিএনপির স্থানীয় বেশ কয়েকজন নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। তাই প্রকাশ্যে তারা বাবলার পক্ষে প্রচার চালাতে পারছেন না।
এ ব্যাপারে কাওসার জামান বাবলা বলেন, শরিক দল জামায়াতের প্রার্থী না থাকায় তাদের ভোট তো পেতেই পারি আমরা। তবে জামায়াতের সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানান।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আমি হচ্ছি দলের মনোনীত প্রার্থী। আর দলের হাইকমান্ডের নির্দেশে আমি কাজ করে যাচ্ছি। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী আমার সঙ্গে রয়েছেন। তারাও দিন-রাত প্রচার কাজ চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ