ইসরাইলের তেল আবিবে ভয়াবহ সন্ত্রাসী হামলা। চলন্ত ট্রাক দিয়ে তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে অপেক্ষারত যাত্রীদের পিষে দেয়া হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।
রোববার (২৭ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে এই ঘটনাটি ঘটেছে। দেশটির (ইসরাইল) পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। এই ঘটনার পেছনে কারা রয়েছে। কীভাবে ঘটল, এই নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই মূহুর্তে আপাতত কিছু বলা যাচ্ছে না।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ১৬ জনকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মোটামুটি ৫০ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসা চলছে তাদের।
ঘটনাস্থলে একটি বিমানও পাঠানো হয়েছে ইতিমধ্যেই। বিমানটি উপর থেকে পর্যবেক্ষণ করছে। এছাড়াও নিরাপত্তা বাহিনী দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।