রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য বেঁধে দিল সিলেট সিক্সার্স। মঙ্গলবার বিপিএল টি-টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় রংপুর। তাই শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেকেট ১৭৩ রান।
সিলেটের পক্ষে বাবর আজম ৩৭ বলে ৫৪ রান করেন। সমান বল খেলে সাব্বির রহমান করেন ৪৪ রান। এছাড়া ওপেনার আন্দ্রে ফ্লেচার করেন ২৬ রান। রংপুরের পক্ষে নাজমুল ইসলাম ১৮ রানের বিনিময়ে চারটি এবং মাশরাফি মর্তুজা ৩৯ রান খরচায় নেন একটি করে উইকেট।