• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ধামরাইয়ে মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯নভেম্বর) বেলা ১২ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বাজারে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল কালাম আজাদের  সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে বত্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মেঘনা ব্যাংকের পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। তিনি তার সংক্ষিত বক্তবে বলেন দেশ ও জাতির কল্যানে এদেশ থেকে মাদক নির্মুল করতে হবে। কারণ আমাদের দেশের যুবসমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করতে আমরা বন্ধপরিকর তাই সকলে মিলে মাদককে এই দেশ থেকে বিতারিত করতে হবে। আর আমাদের কর্তব্য হবে যুবসমাজ যাতে করে কোন রকমের মাদক বা নিশা জাতিয় কোন কিছুর সাথে জড়িয়ে না পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। পাশা পাশি আমাদের সন্তানদের খুজ খবর রাখতে হবে  তারা কোথায় যায় কি করে বা কার সাথে চলে । পরিশেষে তিনি আর বলেন যে আমরা মাদকে না বলি।
বিশেষ অতিথি হিসাবে বত্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধামরাই উপজেলার যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার আফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ রিজাউল হক (দিপু), ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, ধামরাই সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান(হাবিব), এছাড়া ছাত্রলীগ,যুবলীগ,ও কৃর্ষকলীগের সকল নেতাকর্মীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ