• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

পালানোর সময় দৌড়ে হেরোইন বিক্রেতাকে ধরলেন এসআই

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের রাজাপুর এলাকা হেরোইন বিক্রির জন্য অবস্থান করছিলেন এক মাদক বিক্রেতা। সোর্স থেকে জানতে পেরে হাজির হলেন পুলিশের এসআই। টের পেয়ে ছুট দিলেন মাদক বিক্রেতা। ছুটলেন এসআইও। কয়েক মিটার দৌড়ে মাদক বিক্রেতাকে আটক করলেন ধামরাই থানার এসআই জিয়াউর রহমান।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর এলাকা থেকে এভাবেই হেরোইনসহ আটক হন মো. মোরশেদ (৩৫) নামের এই মাদক কারবারি। আটক মো. মোরশেদ ধামরাইয়ের আমতা ইউনিয়নের কাচা রাজাপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মোরশেদকে আটকের সময় তার কাছে ৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়।

উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‌‘আমি আমতা ইউনিয়নের দায়িত্বে রয়েছি। গোপন সংবাদে জানতে পারি, মাদক সম্রাট মোরশেদ আলী হেরোইন বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছে। দেখার সঙ্গে সঙ্গে আমরা তাকে ঘেরাও করি। তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমিসহ আমার সঙ্গীয় ফোর্স তার পেছনে দৌড়ে কয়েক মিটারের মধ্য থেকেই তাকে আটক করে ফেলি। এরপর তাকে হ্যান্ডকাফ পরাই। এরপর সবার সামনে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন পাই। তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি গেল এক সপ্তাহ আগে ধামরাই থানায় যোগ দেই। এরইমধ্যে দুটি মাদক সংক্রান্ত আসামি গ্রেপ্তার করি। এছাড়া জুয়ারিও গ্রেপ্তার করেছি। ধামরাইয়ে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ