• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

কুমিল্লায় টয়লেটে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে মাদ্রাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাওহীদকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত তাওহীদ হোসেন চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে ও ওই মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। পরে মাদ্রাসার কর্তৃপক্ষ জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে এলাকাবাসী ও পরিবারের দাবি, তাওহীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন আত্মহত্যা করেছে তাওহীদ।

মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক নাজির আহমেদ ফাহিম বলেন, তাওহীদ আত্মহত্যা করেছে। শুধু শুধু আপনারা (সাংবাদিকরা) আমাদের সম্মান নষ্ট করবেন না।

কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ