• সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

৩ জনকে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে মারধর করে, পুলিশে হস্তান্তর

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণার কারণে রাজধানীর গুলিস্তান এলাকা থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিন জনকে মারধরের পর পুলিশে হস্তান্তর করেছে আন্দোলনরত ছাত্র-জনতা।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। গুলিস্তানে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য এ তথ্য জানান।

মারধরের শিকার কবির বলেন, ‘আমি মিরপুর থেকে ব্যবসার মালামাল কিনতে এখানে এসেছিলাম। একই কথা বলেন যুবলীগ সন্দেহে মারধরের শিকার মারুফও। তিনিও বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে কাপড় কিনতে এখানে এসেছিলাম।’ মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর আন্দোলনরতরা তার ওপর আক্রমণ করেন।

এদিন সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে এবং ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্টে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে বিকাল ৩টায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ