• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:

 কোরআন প্রতিযোগিতায় গ্রিসে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

গ্রিসে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাহিদ ইসলাম ফাউন্ডেশন ও তাজমহল ট্রাভেল এজেন্সির উদ্যোগে রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী এথেন্সের মসজিদে আল-ফালাহতে এ প্রতিযোগিতা হয়।

এতে সভাপতিত্ব করেন জাহিদ ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও ইউরোপ-আমেরিকার পরিচালক, হেফাজতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান, বর্তমান বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি শামসুল আলম ডিপটি, আকমল মাহমুদ স্বপন, সদস্য হাজী ইসলাম, ইসমাইল হোসেন রানা, সাব্বির আহমেদ ও নাজমুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান, বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, বিএনপির বর্তমান আহ্বায়ক ফারুক মিয়া, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক টিটু, আবদুর রহিম মোল্লা, ব্যবসায়ী সাইদ কাজী, জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক লোকমান মাতুব্বর, সহ সমন্বয়ক আমিনুল মজুমদার, হাফেজ সাইদ, মাওলানা ফখরুদ্দীন আল মোবারক, হাফেজ সোহেল আব্দুল্লাহ, হাফেজ রুম্মান, শিমুল হোসেন, শাহ কামাল, রুবেল সরকার, শাকিল আহমেদসহ আরও সমন্বয়করা।

প্রবাসী বাংলাদেশি ও শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের এ মহৎ আয়োজনকে আমন্ত্রিত অতিথিরা আন্তরিক সাধুবাদ জানান।

জাহিদ ইসলাম ফাউন্ডেশনের সমন্বয়ক মাওলানা কাউসার হামিদ ভুইয়া ও মাওলানা শফিউল্লাহ ইরানীর সঞ্চালনায় অনুষ্ঠানটি আপ্যায়নের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ