পেঁয়াজ মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় মুড়িকাটা পেঁয়াজে আশানুরুপ দাম পাচ্ছেন না কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও দাম কম হওয়ায় হতাশ চাষিরা।
তারা বলছেন, বেশি দামে আগাম জাতের কন্দ পেঁয়াজ কিনে লাগানোর কারণে উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু এরই মধ্যে বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। তাছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে ন্যায্য বাজারমূল্য পাচ্ছেন না তারা।
কৃষকরা বলছেন, বর্তমানে বাজারে যে দাম পাচ্ছেন তাতে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। তাই কৃষকদের দাবি, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশে যেন পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।
শনিবার (০৪ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুঁঠিমারী বিলে গিয়ে দেখা যায়, কৃষকরা মুড়িকাটা পেঁয়াজ তুলছেন। মাঠেই তারা এই পেঁয়াজ বাছাই করে রোদে শুকিয়ে নিচ্ছেন।