পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন উপত্যাকা সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে গেছে। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেকে ভ্রমণে আসে দুর্ঘটনায় পতিত পর্যটকরা।
সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপ গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ গাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।