রংপুর অফিস॥
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী: সরফুউদ্দিন আহাম্মেদ ঝন্টুকে জেতাতে কোমর বেঁধে নেমেছে আওয়ামী লীগ। ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ সব ধরনের কাজে তাকে সার্বক্ষণিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ১১টি টিম গঠন করা হয় । এসব বিষয় তদারকি করতে আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগামী রোববার রংপুরে আসার কথা রয়েছে। এছাড়াও দলের যুগ্ম স¤পাদক জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের ২০ সদস্যের প্রতিনিধি একটি দল সোমবার রংপুরে আসবেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল এসব তথ্য নিশ্চিত করে বলেন, মেয়র প্রার্থী ঝন্টুর বাসায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সভা হয়েছে। আসন্ন নির্বাচনের প্রচারণায় দলের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ১১টি টিম গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে ঝন্টুকে মেয়র প্রার্থী ঘোষণা করার পর সবাইকে নিয়ে তার পক্ষে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, আমরা প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।
তবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সরাসরি নির্দেশনা পেয়ে ২৭ নভেম্বর রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ স¤পাদকসহ শীর্ষ নেতারা ঝন্টুর বাসায় যান। সেখানে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা ঝন্টুর পক্ষে মাঠে নামার প্রতিশ্রতি দিয়েছেন বলে জানা গেছে।