কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান ও সংলগ্ন চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনে। ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা।
স্থানীয়রা জানায়, রাত পৌনে একটার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় অমলেশ কর্মকারের মার্কেটের একটি হোটেল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একই মার্কেটের অন্যান্য দোকান ও পাশের চারটি বসতঘরে। আগুনে একটি হোটেল, দুটি মুদি দোকান, দুইটি কাপড়ের দোকান, একটি টিভি সার্ভিসিং’র দোকান, একটি সেলুনসহ সাতটি দোকান ও চারটি বসতঘর এবং ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েগেছে। এ অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ কবিরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৩ টার দিকে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস। তবে খাবার হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।