জাতিসংঘের সিনিয়র একজন দূত উত্তর কোরিয়া যাওয়ার পথে মঙ্গলবার বেইজিং বিমানবন্দরে পৌঁছেছেন। পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে অঞ্চলটিতে বিরাজমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে তিনি এই ব্যতিক্রমী সফরে যাচ্ছেন।
জাতিসংঘের দূত জেফরি ফ্লেটম্যান মঙ্গলবারই উত্তর কোরিয়ায় পৌঁছে যান। সেখানে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার উৎক্ষিপ্ত নতুন ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিয়ংইয়ং এর এ ঘোষণা দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি এই সফরে গেলেন। ২০১০ সালের পর এই প্রথম ফ্লেটম্যানের পদমর্যাদা সম্পন্ন কোন ব্যক্তি উত্তর কোরিয়া সফরে গেল। বাসস।