জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সবচাইতে বড় সাফল্য জাতির জনক বঙ্গবন্ধুর মতো নেতাকে আমাদের উপহার দেওয়া। কারণ সোহরাওয়ার্দীর যোগ্যতম শীর্ষ হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করেছে।
তিনি মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে সমবেত জেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং পদেরমোহ অথবা কারাবরণের ভয়ে ভীত হয়ে তিনি কখনো নীতির সঙ্গে আপোষ করেননি। এ দেশের জনগণকে তিনি আন্তরিক ভাবে ভালোবাসতেন এবং জনগণও তার উপর আস্থা স্থাপন করতে পেরেছিল।
এরআগে সকাল ৮টায় জেপির নেতাকর্মীরা ওই নেতার মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল ইসলাম রুবেল, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম-দফতর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ।