সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে প্রিন্স হ্যারিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এর ফলে জটিল ইস্যু সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে টুইটার ব্যবহার করেন, তবে ওবামা তার নাম উল্লেখ করেননি। ব্রিটিশ সিংহাসনের ধারায় পঞ্চম স্থানে থাকা প্রিন্স হ্যারি রেডিও ফোরে অতিথি হিসেবে অনুষ্টান পরিচালনা করে থাকেন। ওবামা বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার সময় সতর্ক থাকা উচিত।
তিনি যোগ করেন, ইন্টারনেটের একটা বিপদ হচ্ছে মানুষ ভিন্ন ভিন্ন বাস্তবতায় বসবাস করে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য তাদের ভুল ধারণাগুলো আরো শক্তিশালী করবে। প্রশ্ন হচ্ছে কিভাবে ভিন্ন ভিন্ন মত প্রকাশের মাধ্যম হিসেবে রেখে এটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যে এটি সমাজে বিভেদ তৈরি করবে না বরং নিজেদের ঐকমত্যের জায়গাগুলো খুঁজে পাবে মানুষ। বিবিসি।