• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে: পরিকল্পনা মন্ত্রী

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করেছেন, ২০১৮ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শুভ ও সুখী বছর হবে এবং আগামী অর্থবছরে বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
তিনি বলেন, ‘এর আগে আমরা ২০২০ সালের মধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট নির্ধারণ করেছি। আমার বিশ্বাস আমরা সে সময়ের আগে ২০১৯ সালের মধ্যেই ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। আর এটি অর্জিত না হওয়ার কোন কারণ নেই।’
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগ আয়োজিত বাংলাদেশের জিডিপি সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
পরিকল্পনা বিভাগের সচিব এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও প্রফেসর এস আর ওসমানী দু’টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনও সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ