• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিলুপ্তির পথে থাকা এশিয়ান প্রজাতির বন্যহাতির সংখ্যা বাড়ছে সীমান্তাঞ্চলে পর্যটকবাহী যান পাহাড়ি খাদে পড়ে সাজেকে ১০ যাত্রী আহত বাংলাদেশ ভিসা দেওয়া সীমিত করলো ভারতীয়দের যুক্তরাষ্টের বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া পালিয়ে যাওয়া হাসিনার সব ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ট্রাইব্যুনালের ভৈরব থেকে গ্রেফতার আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন তালিকায় নাম না থাকায় ফিরে আসেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক

আল্লাহ সবরকারীদের সাহায্য করেন

আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

সবর বা ধৈর্য একটি মহাশক্তি। ধৈর্য হলো শব্দহীন নীরব প্রতিবাদ। যে কোনো বিপদ কিংবা সংকটের সময়ে ধৈর্য ধারণ করাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। সবরকারীদের আল্লাহ সাহায্য করেন। সবরকারীদের আল্লাহ পছন্দ করেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন।’ (সূরা বাক্বারা: ১৫৩)।
প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের মতো বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তায়ালা মুমিনের নির্ভরতা তথা তাওয়াককুলের পরীক্ষা নেন। পরীক্ষাই হলো কর্মফল পরিমাপের মাপকাঠি। এসব বিপদের সময় সবর করলে ঈমান মজবুত হয়। আল্লাহর পক্ষ হতে গায়েবী সাহায্য আসে। কুরআন শরীফে বলা হয়েছে,‘ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী।’ (সূরা বাক্বারা:১৫৫-১৫৬)। সুখ-দুঃখ মিলে জগত-সংসার। সুখ-দুঃখ একে অপরের পরিপূরক।
কোরআনে ইরশাদ হয়েছে,‘ সুতরাং কষ্টের সঙ্গেই রয়েছে সুখ। অতত্রব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদতে রত হও। আর তোমার প্রভুর প্রতি আকৃষ্ট হও।’ (সূরা ইনশিরাহ:৫-৮)। হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, হযরত রাসূল (স) ইরশাদ করেছেন, মুসলমানদের উপর যে সকল যাতনা, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তার গোনাহসমূহ ক্ষমা করে দেন। (সহীহ বুখারী হাদিস নং-৫২৩৯)। তাই আমরা যদি বিপদের সময় হা-হুতাশ না করে সবর করি, তাহলে অবশ্যই সুফল মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ