• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

ভোলা প্রতিনিধি ॥
“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব শাহাবুদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
ভিডিওকনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পায়রা ও বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব শাহাবুদ্দিন খান। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রদর্শণীর মাধ্যমে জনসাধারণের সামনে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসহ শতাধিক স্টল প্রদর্শিত হয়েছে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ