• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:

গ্রন্থটি নিছক গল্প নয়

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

‘জীবনের গল্প’ গ্রন্থটি নিচ্ছক গল্প নয়। ডাক্তার নওশিন শারমীন পূরবী একজন সচেতন চিকিত্সক। তিনি নারীসত্তার অধিকারী বলেই অনুভব করেছেন ‘জীবনের গল্প গ্রন্থটি রচনা করা কতটা আবশ্যক। শুধু স্বাস্থ্য সেবা নয়, ঘরে ঘরে মায়েদের স্বাস্থ্য বিষয়ক সচেতনা করার চেষ্টা তার পেশাগত দায়িত্ববোধ। তিনি এই মহান বোধ থেকেই গভীর চিন্তা-ভাবনার প্রকাশ তার এই ‘জীবনের গল্প ’বইটি। লেখক মহিলা বলেই অনায়াসে নদীর দেউয়ের মতো প্রসুতি মহিলা এবং মেয়েদের মনের ভেতর ঢুকে পড়েছেন। তার ভাষা এবং বাক্য ব্যবহার খুবই সামঞ্জস্যপুর্ন। ঘটনার রক্ষার ক্ষেত্রে সিদ্ধহস্ত। গল্পবর্ননার মধ্যে দিয়ে কঠিন বিষয়কে সহজভাবে তুলে ধরেছেন।

চিকিত্সা বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে তিনি সহজ সরলরেখিক বর্ননার মধ্যে দিয়ে বিশ্লেষন করেছেন। বইটিতে সর্বমোট ৩২টি ঘটনা রয়েছে। যাতে লেখক স্বাস্থ্য সমস্যার কথা স্পটভাবে তুলে ধরেছেন। দিনবদলের পালায় আমাদের সকলকে এখন আলোকিত জীবনের দিকে চলতে হবে। নারী পুরুষ উভয়েরই সচেতনতা এবং কর্তব্যরোধে উদ্বোধিত হতে হবে। তাহলেই সম্ভব সুস্থ শিশু আর নিরাপদ মা উপহার হিসেবে পাওয়া। জীবনের গল্প ব্ইটিতে লেখক তার অভিজ্ঞতার আলোকে তারই স্পট একটি দিক নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ