বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোহম্মদ নবী’র মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
রবিবার বিকাল ৩টায় ঢাকায় নিজ বাসভবনে মোহম্মদ নবী মারা যান বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।