ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ক্রিকেট খেলার বাজিকে কেন্দ্র করে এক যুবকের দুই হাতের রগ কেটে ও গলায় আঘাত করেছে দূর্বৃত্তরা। রবিবার (২১ জানুয়ারী) সকাল ৯ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে।আহসানের বাড়ী ধামরাই উপজেলার সদর ইউনিয়নের কাকরান গ্রামের মোঃ বরকত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, কিছুদিন পুর্বে আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ধামরাই উপজেলার কাকরান গ্রামে বরকত আলীর ছেলে আহসান আলী(২৪) একই গ্রামের প্রেমা রাজবংশীর ছেলে পলাশ রাজবংশী (২৩) বার হাজার টাকা বাজী ধরে। বাজীতে আহসান হেরে যায়। এসময় পলাশ রাজবংশী বাজীর টাকা আদায়ের জন্য আহসানকে চাপ দিয়ে আসছিল। এই ঘটনায় তাদের মধ্যে কয়েক দফা কথা কাটা কাটি হয়। পরে রবিবার সকালে কাকরান বাজার থেকে আহসান বাড়ী ফেরার পথে পলাশ রাজবংশীসহ ৫ জনে মিলে আহসানের গতিরোধ করে মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে দু-হাতের রগ কেটে ফেলে ও হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে।এসময় আহসানের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে পলাশ রাজবংশীর লোকেরা দৌড়িয়ে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় আহসানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার আবস্থা খুব একটা ভাল নয় বলে ধারনা করছে ঐ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরির্দশক (এস আই) বাবলু শরিফ জনান,আহসানকে হত্যার উদ্দেশ্যে তার পথে গতিরোধ করে তাকে পলাশ রাজবংশীর লোকেরা মারপিট করে দুই হাতের রগ কেটে ও গলায় আঘাত করে। এই ঘটনাকে কেন্দ্রে করে আহসান আলীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।পরে অভিযুক্ত পলাশ রাজ বংশীকে আটক করা হয়েছে বলে জানান।