স্যুপ খেতে পছন্দ করেন না- এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। পরিবারের সদস্যদের সকালে ও বিকালে নাশতা ও অতিথি আপ্যায়নে স্যুপের জুড়ি নেই।
আজ যুগান্তর পাঠকদের জন্য থাকছে চিকেন জিঞ্জার স্যুপ। আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন চিকেন জিঞ্জার স্যুপ। যা লাগবে :
চিকেন স্টক ৫ কাপ, চিকেন কুচি ১ কাপ, চিকেন জিঞ্জার পাউডার ২ প্যাকেট, চাইনিজ আদা কুচি ১ চা চামচ, টমেটোসস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, ক্রিম ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন :
হাঁড়িতে ক্রিম গরম করে চিকেন কুচি, আদা কুচি হালকা ভেজে চিকেন স্টক, চিকেন জিঞ্জার পাউডার, টমেটো সস, চিনি, লবণ ভালো করে মিশিয়ে জ্বাল দিন। মাংস সিদ্ধ হয়ে এলে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও ১ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে]