• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

বঙ্গভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি

আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার বঙ্গভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের শেষ পর্বে অংশগ্রহণ করেছেন। টঙ্গীর তুরাগ নদের তীরে সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সমাপ্ত হয়।
রাষ্ট্রপতি দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সরাসরি সম্প্রচারকৃত আখেরি মোনাজাতে যোগ দেন। এ সময় ঢাকার কাকরাইল মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে পরম করুনাময়ের কাছে মোনাজাত করেন।
এর আগে গত ১২ জানুয়ারি থেকে দেশের ১৭টি জেলার মুসল্লিদের নিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দিল্লি ভিত্তিক তাবলিগ-ই-জামাত ১৯৬৬ সাল থেকে বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। গত ২০১১ সাল থেকে মুসল্লিদের যাতায়াত ও স্থান সঙ্কলানের অসুবিধা হওয়ায় বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ