ফিলিপাইনে বৃহস্পতিবার সকালে গ্রেনেড হামলায় কংগ্রেস সদস্য জোসেফ বার্নোস আহত ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। জোসেফ দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ঘনিষ্ঠ মিত্র। দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। জোসেফ উত্তরাঞ্চলীয় প্রদেশ আবরার আসন থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক সহিংসতার জন্য এলাকাটির দুর্নাম রয়েছে। এই ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জোসেফের স্ত্রী লাপাজ শহরের মেয়র মেনচি বার্নোসও রয়েছেন। পুলিশ জানায়, ম্যানিলা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত লাপাজ শহরে এই দম্পতির আতশবাজি প্রদর্শন উপভোগকালে এই বিস্ফোরণ ঘটে।
তারা দুজনই সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তারা বাড়ি ফিরে যান। আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ক্যারোলিনা লুকাটা বলেন, গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যায়। এএফপি।