• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

টেস্ট সিরিজ মিশনে চট্টগ্রামে টাইগাররা

আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের হতাশা ভুলে দুই ম্যাচের টেস্ট সিরিজে চোখ রাখছে টিম বাংলাদেশ। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে দু’দলই।

টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল / ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কমটেস্ট অধিনায়ত্ব ফিরে পাওয়ার পর প্রথম ম্যাচেই মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে হাতে চোট পেয়ে ছিটকে যান। আর ব্যাটিংয়ে নামা হয়নি। যার চড়া মূল্য দিতে হয়েছে টিমকে। ২২২ রানের টার্গেটে নেমে ৭৯ রানে হার মানে মাশরাফির দল। বৃথাই যায় মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬ রানের লড়াকু ইনিংস।

টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল / ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কমআগামী বুধবার (৩১ জানুয়ারি) প্রথম টেস্ট মাঠে গড়াবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ৮ ফেব্রুয়ারি থেকে। এই ম্যাচে সাকিবকে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। তার অনুপস্থিতিতে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিতে পারেন ডেপুটি (সহ-অধিনায়ক) মাহমুদউল্লাহ। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্টে সাকিবের জায়গায় ডাক পেয়েছেন স্পিনার সানজামুল ইসলাম।

টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা দল / ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কমটেস্টের পর লঙ্কানদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি রয়েছে। যথাক্রমে ১৫ ও ১৮ ফেব্রুয়ারি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে মিরপুর ও সিলেটে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ